Home কলকাতা সপ্তমী থেকে রাস্তায় দেখা যেতে পারে ডাবল ডেকার বাস

সপ্তমী থেকে রাস্তায় দেখা যেতে পারে ডাবল ডেকার বাস

by banganews

কলকাতা, ২২ অক্টোবর, ২০২০ঃ কাল থেকে শহরের পথে নামছে যাত্রী সহ দোতলা বাস। বাসের ভেতরে ও বাইরে থাকবে রাজ্য পর্যটনের বিজ্ঞাপন। ইডেন গার্ডেনস , ভিক্টোরিয়া মেমোরিয়াল , মিলেনিয়াম পার্ক সহ কলকাতার হেরিটেজ দেখানো হবে দোতলা বাস থেকে।

আরও পড়ুন ঘরে বসে লাইভে দেখুন বেলুড়মঠের পুজো

রাজ্য পর্যটন দপ্তরের ওয়েবসাইট থেকে রাইডের জন্য বুকিং করা যাবে। গত সপ্তাহে এই দোতলা বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯০ লক্ষ টাকা ব্যায়ে আপাতত দুটি বাস কিনেছে রাজ্য পরিবহন দপ্তর। এই বাসের নিয়ন্ত্রণ রাজ্য পরিবহণ নিগমের হাতে থাকলেও কয়েকদিন আগে রাজ্য পর্যটন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। মূলত পর্যটনের প্রসারের লক্ষ্যে এই বাস চালাবে রাজ্য পর্যটন দপ্তর।

You may also like

Leave a Reply!