Home কলকাতা ফিরছে ঐতিহ্যের দোতলা বাস

ফিরছে ঐতিহ্যের দোতলা বাস

by banganews

দোতলা বাস কলকাতা শহর এবং শহরতলির প্রাণ৷ শুধু শহরতলিতেই নয় ঐতিহ্য বজায় রেখে ছিল পাহাড়ি পথেও। পর্যটকদের কাছে পাহাড়ের এক আকর্ষণ ছিলই বরাবর৷ কিন্তু উপরি পাওনা হল দোতলা বাস। যাতে যাত্রীরা উপভোগ করত পাহাড়ি ঝর্ণা, নদী, পথের প্রাকৃতিক সৌন্দর্য।

জানা যায় কোচবিহারেও চলত রয়্যাল দোতলা বাস। মূলত ৩১নং জাতীয় সড়কে ও কোচবিহার থেকে তুফানগঞ্জ, সোনারপুর, পুন্ডিবারি ও বক্সাগঞ্জের পথে।কিন্তু কালক্রমে তা হারিয়ে যায়। সেই বাস গুলির পুরনো যন্ত্রপাতি মেরামত করা ব্যয়সাপেক্ষ। দ্বিগুণ তেলের খরচ, এই সকল সমস্যার কারণেই আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকে দোতলা বাস৷

তবে বর্তমানে আবার শহর কলকাতায় দোতলা বাস ভ্রমণের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আসলে নস্টালজিয়া সকলের প্রিয়৷ তাই হারানো কিছু ফিরে পাওয়ার আনন্দ আলাদা৷

করোনা আবহে পর্যটন শিল্পকে চাঙ্গা করার উদ্দেশ্যে নতুন করে উউত্তরবঙ্গের ভ্রমণ পথে আনা হল এই দোতলা বাস। উত্তরবঙ্গের (এনবিএসটিসি) রাষ্ট্রীয় বাস সংস্থার চেয়ারম্যান পার্থপতিম রায় ও তার সহকারী পরিষদের নিয়ে এক বৈঠকে ঠিক করেন, যে উত্তরবঙ্গের এই বাস চলবে ডুয়ার্স থেকে, যা ধীরে ধীরে পাহাড়ি রাস্তায় উঠবে, এবং পর্যটক রা উপভোগ করবে পাহাড়ি সৌন্দর্য, বিশেষজ্ঞদের দিয়ে পাহাড়ি রাস্তা পর্যবেক্ষণ করানো হবে, পুরনো বাস গুলির পুনরুদ্ধারে সমস্যা হলে নতুন বাস কিনতে হবে।সেপ্টেম্বরের মধ্যেই চলবে এই দোতলা বাস।

You may also like

Leave a Reply!