Home দেশ হাসপাতালে রাখা দেহ খুবলে খাওয়ার চেষ্টা কুকুরের, বিতর্কে যোগী রাজ্য

হাসপাতালে রাখা দেহ খুবলে খাওয়ার চেষ্টা কুকুরের, বিতর্কে যোগী রাজ্য

by banganews

উত্তরপ্রদেশ, ২৭ নভেম্ভর, ২০২০ঃ উত্তরপ্রদেশ মানেই বিতর্কের আরেক নাম। ফের শিরোনামে যোগীর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সম্বল জেলার সরকারি হাসপাতালের একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন সকলে। তীব্র সমালোচনার ঝড় সব মহলে। ভিডিওটিতে দেখা গেছে হাসপাতালের সিঁড়ির পাশে স্ট্রেচারে রাখা কাপড়ে ঢাকা একটি দেহ। রাস্তার একটি কুকুর সেটা খুবলে খাওয়ার চেষ্টা করছে। সমাজবাদী পার্টির তরফে এই ভিডিও ক্লিপ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে

হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য দাবি বাইরে থেকে কুকুর ঢুকে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে। স্থানীয় পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। বৃহস্পতিবারের এই ঘটনার দায় এড়িয়ে গিয়েছেন হাসপাতালের মেডিক্যাল চিফ সুপারিনটেন্ডেন্ট। হাসপাতালের এক চিকিৎসক সুশীল বর্মার দাবি পথদুর্ঘটনায় মেয়েটি মারা যায়, পরিবারের লোক ময়নাতদন্ত চায়নি, ফলে কিছু সামান্য নিয়ম কানুন মেনে মেয়েটির দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে, পরিবারই হয়তো কিছুক্ষণ দেহ ওখানে ফেলে রেখেছিল তাই এই ঘটনা ঘটেছে। মেয়েটির পরিবার পাল্টা অভিযোগ করেছে কোনো চিকিৎসাই করা হয়নি, দেড়ঘন্টা ফেলে রাখা হয়েছিল স্ট্রেচারে। সেখানেই মৃত্যু হয় তাঁর। তবে কুকুরের দেহ খুবলের খাওয়ার ঘটনা প্রকাশ্যে আসতে হাসপাতালের এক ওয়ার্ড বয় ও সাফাইওয়ালাকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

You may also like

Leave a Reply!