Home খেলা ইন্সটাগ্রাম থেকে বিরাট কোহলি কত আয় করেন জানেন?

ইন্সটাগ্রাম থেকে বিরাট কোহলি কত আয় করেন জানেন?

by banganews

বঙ্গ নিউস, ৩ জানুয়ারি, ২০২১ঃ ভারতীয় ক্রিকেট জগতের জনপ্রিয় নাম বিরাট কোহলি।২০২০ তে ফোর্বস এর সর্বোচ্চ উপার্জনকারীদের তালিকায় থাকা ভারতীয় ক্রীড়াবিদ ।অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মহেন্দ্র সিং ধোনি সবাইকে ছাপিয়ে ফোর্বস এর হায়েস্ট পেড ইন্ডিয়ান সেলিব্রেটিদের লিস্টে একশোর মধ্যে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি৷
ইন্সটাগ্রাম ফলোয়ার 66 মিলিয়ন৷ বার্ষিক আয় 194 কোটি টাকা৷

আরও পড়ুন কীভাবে CoWIN অ্যাপে রেজিষ্ট্রেশন করবেন?

একজন uk-based ইনস্টাগ্রাম প্ল্যানারের তথ্য অনুযায়ী বিরাট কোহলির জুলাই ২০২০ এর হিসেবে ইনস্টাগ্রাম ফলোয়ার 66 মিলিয়ন। প্রত্যেকটা প্রমোশনাল পোস্ট থেকে যায় দু’কোটি কুড়ি লক্ষ টাকা। Hopper HQ list এ তিনি রয়েছেন 26 নম্বর জায়গায়। প্রিয়াঙ্কা চোপড়া, দুয়া লিপা, উইল স্মিথকে পিছনে ফেলেছেন বিরাট৷ তিনি ভারতবর্ষের সর্বাধিক ধনী ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাঁর ব্র্যান্ড প্রমোশনের তালিকা রয়েছে মিন্ত্রা ( myntra) অডি ( audi) এবং এমপিএল ( MPL)। রয়েছে তাঁর নিজস্ব ব্র্যান্ড ওয়ান এইট ( one 8)

You may also like

Leave a Reply!