TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বন্ধ হতে পারে ধর্মীয় যাত্রা-আশঙ্কায় বাংলাদেশ

করোনা ভাইরাস মহামারির কারণে সৌদি আরব হজের জন্য সীমিত সংখ্যক লোককে আসার সুযোগ করে দিতে পারে বলে খবরে প্রকাশ। সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত খবর অনুযায়ী সৌদি আরব প্রতিটি দেশ থেকে যতজন হজ যাত্রী যাওয়ার কথা তার কুড়ি শতাংশ অনুমতি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন করোনা চিকিৎসায় চিনা ভেষজ ওষুধ অত্যন্ত কার্যকরী বলে চীনা কর্তৃপক্ষ জানাচ্ছে।

সাধারণত সারাবিশ্ব থেকে প্রায় ২৫লাখের মতো মানুষ সৌদি আরবে হজ পালন করতে যান। তবে একথাও শোনা যাচ্ছে যে এবছর সৌদি আরবেরই অনেক কর্মকর্তা হজ বাতিল করার ব্যাপারে মতামত প্রকাশ করেছে। প্রসঙ্গত করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌদি আরব নানা রকমের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে। এমনকি মার্চের শুরুতে বিদেশী নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় সমস্ত ধর্মীয় কর্মকান্ড বন্ধের ঘোষণা করেছিল সৌদি আরব। ইতিমধ্যেই বাংলাদেশের এক কর্মকর্তা জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেন নি। বাংলাদেশের হজযাত্রীদের মধ্যে এবছর যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে হয়তো এ বছর তাদের হজযাত্রা শেষমেষ হবে না!