Home দেশ সুশান্তকাণ্ডে দিশা-যোগ? আর এক আত্মহত্যার তদন্তে সিবিআই

সুশান্তকাণ্ডে দিশা-যোগ? আর এক আত্মহত্যার তদন্তে সিবিআই

by banganews

মুম্বই, ৩ সেপ্টেম্বর, ২০২০: দুটো ঘটনার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ। এ খবর আগেই উড়েছে বাতাসে। এবার তা সত্যি বলে প্রমাণিত। সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যের পাশাপাশি আরও একটি তদন্তভার হাতে নিল সিবিআই। সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুরহস্য।

আরও পড়ুন সুশান্ত মামলা: গ্রেপ্তার ড্রাগ ব্যবসায়ীকে হেফাজতে নিল এনসিবি

এই সূত্রে ইতিমধ্যেই কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্টের সিইও বান্টি সচদেবকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। মৃত্যুর আগে এই কোম্পানিতেই কাজ করতেন দিশা। ডিআরডিও গেস্টহাউজে চলছে বান্টির জিজ্ঞাসাবাদ। প্রসঙ্গত, বান্টি হলেন সলমন খানের ভাই সোহেল খানের শ্যালক। আর কর্নারস্টোন হল সেলিব্রিটি ম্যানেজমেন্ট সংস্থা। বিরাট কোহলির মতো ক্রিকেট তারকা ছাড়াও বলিউড তারকাদেরও জনসংযোগের কাজ করে এই সংস্থা।
খবরে প্রকাশ, সিবিআইয়ের জেরায় সিদ্ধার্থ পিঠানি বলেছিলেন, দিশার মৃত্যুর কথা শুনেই কর্নারস্টোনের ম্যানেজার উদয়ের সঙ্গে কথা বলেন সুশান্ত। এতটাই নাকি ভয় পেয়েছিলেন তিনি, যে একা শুতেও চাইতেন না।
সিদ্ধার্থের এই বয়ানের পর এবার নতুন করে দিশারহস্য খুঁজতে নামল সিবিআই।

You may also like

Leave a Reply!