Home পাঁচমিশালি আবিষ্কার হল আদিম মানুষের পায়ের ছাপ

আবিষ্কার হল আদিম মানুষের পায়ের ছাপ

by banganews

বঙ্গ নিউস, ১৭ অক্টোবর, ২০২০ঃ  আবিষ্কার হল ইতিহাসের নতুন নজির। ১৩ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কের এক শুকনো নদীখাত থেকে উদ্ধার হয়েছে এই পায়ের ছাপ। ছাপ ঠিক নয়। আদিম মানুষের জীবাশ্ম উদ্ধার হয়েছে। সেখান থেকেই আবিষ্কার হয়েছে পায়ের ছাপ।

আরও পড়ুন বলিউডের মাদককাণ্ডে গ্রেপ্তার আরও এক

নৃতত্ত্ববিদেরা পরীক্ষা করে বলেন, পায়ের ছাপগুলি পূর্ণবয়স্ক পুরুষ আর প্রাপ্তবয়স্কা নারীর। তাদের মাঝখানে একটি শিশুর পায়ের ছাপও মিলেছে। তবে শুধু যাওয়ার সময় মিলেছে। ফেরার সময় শিশুটির ছাপ নেই।
নৃতত্ত্ববিদেরা আরও বলছেন, ওই পুরুষ এবং নারী খুব তাড়াহুড়ো করে হাঁটছিল। বোঝা গেছে ওই ছাপ দেখেই। তাদের প্রতি সেকেন্ডে পদক্ষেপের গতি ছিল ১.৭ মিটার। ধীরেসুস্থে কেউ হাঁটলে পদক্ষেপের গতি হয় সেকেন্ডে ১.২ মিটার।
নৃতত্ত্ববিদরা বলছেন, হতে পারে শিশুটির হয়তো কোনও বিপদ ছিল। হিংস্র জন্তু বা অপর জনজাতি থেকে তাকে রক্ষা করতে অন্যত্র সরিয়ে রেখে এল বাবা-মা। তাই যাওয়ার সময় শিশুটির ছাপ মিলেছে। ফেরার সময় আর মেলেনি।

You may also like

1 comment

Leave a Reply!