হায়দরাবাদ, ১২ অগাস্ট, ২০২০: অসুস্থতা পিছু ছাড়ছে না বলিউডের। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‘দৃশ্যম’, ‘মুম্বই মেরি জান’ খ্যাত পরিচালক ও অভিনেতা নিশিকান্ত কামাত।
আরও পড়ুন : ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত
লিভার সিরোসিসের সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন নিশিকান্ত। সেই সমস্যাই আরও গুরুতর হওয়ায় নিশিকান্ত ভর্তি আছেন হায়দরাবাদের একটি হাসপাতালে। সম্প্রতি ‘দরবাদর’ ছবির প্রি-প্রোডাকশনের কাজে ব্যস্ত ছিলেন তিনি। সব ঠিকঠাক থাকলে ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে করোনা সঙ্কটের মধ্যে পরিচালকের শারীরিক অসুস্থতার খবরে চিন্তিত সকলে।
পরিচালকের পাশাপাশি নিশিকান্ত কামাত একজন সুদক্ষ অভিনেতাও ।
আরও পড়ুন : তিন শাবকের জন্ম বাঘিনী শীলার, আনন্দে বেঙ্গল সাফারি পার্ক
সাচেত আচ ঘারাত, রকি হ্যান্ডসম,ভাবেশ যোশি সুপারহিরো,ফুগে এবং জুলি-২’তে অভিনয় করেছেন নিশিকান্ত কামাত। তবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক সবচেয়ে বেশি চর্চিত মালয়লম ছবির হিন্দি রিমেক ‘দৃশ্যম’-এর জন্য। এ ছবিতে অভিনয় করেন অজয় দেবগন, তাব্বু।