Home বিনোদন পরিচালক,অভিনেত্রী দীপান্বিতা সেনগুপ্তর মিউজিক্যাল শর্টফিল্ম পরাণ জ্বালায়

পরিচালক,অভিনেত্রী দীপান্বিতা সেনগুপ্তর মিউজিক্যাল শর্টফিল্ম পরাণ জ্বালায়

by banganews

চিত্র পরিচালক এবং অভিনেত্রী দীপান্বিতা সেনগুপ্তর তৈরি শর্ট ফিল্ম ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে৷  মোট তেরোটি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ফিল্ম ফেস্টিভাল আওয়ার্ড পেয়েছেন দীপান্বিতা। এছাড়াও দীপান্বিতার ছবি নির্বাচিত হয়েছিল দাদাসাহেব ফালকে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে।  নিয়ম ভঙ্গ, বিকাশ পর্যায়, বাইলেন সহ পাঁচটি শর্ট ফিল্ম রয়েছে Off The Spectrum ইউটিউব চ্যানেলে৷ লন্ডন এক্সফোর ফিল্ম ফেস্টিভালে দুবার পুরস্কৃত হয়েছে দীপান্বিতার তৈরি ছবি৷

মূলত সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি দীপান্বিতার সমস্ত ছবি।  এই অস্থির সময়ে যেকোন সমস্যায় আমরা চটজলদি সমাধান খুঁজতে চাই এবং সেখান থেকেই সম্পর্কের গতিবিধি আচমকা পরিবর্তিত হয়ে যায়। বাইলেন তেমনই এক সম্পর্কের কথা বলে৷ শ্বশুর এবং বৌমার সম্পর্কে ঠিক কী  নিয়ম ভঙ্গ হলো?  কিংবা তা কি আদৌ নিয়ম ভঙ্গ না কি নতুনের সূত্রপাত৷ এমনই বেশ কিছু প্রশ্ন এবং উত্তর রয়েছে প্রতিটি ছবিতে৷

 

 

“বিকাশ পর্যায়”  বয়ঃসন্ধির নানান সমস্যাকে তুলে ধরে৷ “ক্ষুদে সমস্যা” এই সময়ের কথা বলে৷ লকডাউন এর সময় ছোটদের হাতে মোবাইল ফোন তুলে দিতে বাধ্য হয়েছেন অভিভাবকরা৷ ছোটরাও অভ্যস্ত হচ্ছে নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে।  কিন্তু হাতের মুঠোয় মুঠোফোন পেয়ে জীবনে কি প্রভাব পড়ছে সেই দিকটাই তুলে ধরেছেন দীপান্বিতা।  সমাজের প্রচলিত নিয়ম নীতিকে নতুন আঙ্গিকে প্রাসঙ্গিক করে তোলার প্রয়াস দীপান্বিতার প্রতিটি কাজে৷

 

আরো পড়ুন

ফিরে এল পুজোর গান

সম্প্রতি মুক্তি পেয়েছে একটি মিউজিক্যাল শর্ট ফিল্ম “পরাণ জ্বালায়” ৷  এই মিউজিক্যাল শর্ট ফিল্মে দেখা যাবে অভিনেতা প্রসুন গায়েনকে৷  প্রসুনের সঙ্গে অভিনয় করেছেন দীপান্বিতা সেনগুপ্ত। তবে শুধু অভিনয় নয়, এই মিউজিক্যাল শর্ট ফিল্মে গানের কথা লিখেছেন দীপান্বিতা এবং সুর করেছেন পণ্ডিত মল্লার ঘোষ। পরাণ জ্বালায় গানটি গেয়েছেন দীপান্বিতা নিজেই৷  গৌতম সোম এর  সংগীতায়োজনে  দীপান্বিতা সেনগুপ্ত এর পরিচালনায় তৈরি হয়েছে এই মিউজিকাল শর্টফিল্ম৷

 

 

চিত্রনাট্য,গল্প , পরিচালনা, গানের কথা,  কণ্ঠ সমস্তটাই দীপান্বিতার নিজস্ব চিন্তাভাবনা এবং মননের ফলশ্রুতি৷ আচমকা দুর্ঘটনায় বদলে যাওয়া জীবন এবং  দুটি মানুষের সম্পর্কের গল্প নিয়েই মিউজিকাল শর্টফিল্ম “পরাণ জ্বালায়”৷

You may also like

Leave a Reply!