Home বঙ্গ নিম্নচাপ ও ভরাকোটালের জোড়া ফলায় দিঘায় জলোচ্ছ্বাস, ভাসলো সৈকত নগরি

নিম্নচাপ ও ভরাকোটালের জোড়া ফলায় দিঘায় জলোচ্ছ্বাস, ভাসলো সৈকত নগরি

by banganews

নিম্নচাপ আর ভরাকোটালের জোড়া ফলায় স্বপ্ন সুন্দরি দিঘা ভাসলো জলে। সমুদ্রে জল ফুলে ফেঁপে জলোচ্ছ্বাস দেখা দেয় সমূদ্রে এমন জ্বলোচ্ছ্বাস বহুদিন কেউ প্রত্যক্ষ করেছেন কিনা মনে করতে পারছেন না স্থানিয় মানুষজন থেকে পর্যটকরা। অমাবস্যা কোটালে বৃহস্পতিবার দিঘা সমূদ্রের যে চেহারার দেখা মিলেছে তা এক কথায় ভয়ানক, শিউরে ওঠার মতোই।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!