Home বঙ্গ দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড়

দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড়

by banganews

দিঘা, ৬ ডিসেম্বর, ২০২০ঃ ডিসেম্বরের প্রথম রবিবারে দিঘার সমুদ্রে পর্যটকদের উপচেপড়া ভিড়। ডিসেম্বর মানেই হালকা শীতকে গায়ে মেখে ভ্রমণপিপাসুরা বেরিয়ে পড়েন কাছে পিঠে ভ্রমণস্থলে। কাছেপিঠে বলতে হলে যার নাম আগে ওঠে আসে তা হলো স্বপ্ন সুন্দরী দিঘা। রাজ্য সরকারের হাত ধরে এখন দিঘার পর্যটন কেন্দ্রের আমূল পরিবর্তন হয়েছে।

আরও পড়ুন ‘পিএম কেয়ারস’-এর টাকার হিসাব চাইলেন সোহম

পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষটিকে সাথে নিয়ে একদিন কিংবা দুদিনের ছুটিতে ঘুরে আসাই যায়। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর অনেকেই চাইছেন মুক্ত বাতাসের খোঁজ,  আর তা পাওয়ার জন্য ভিড় জমিয়েছে দিঘার সমুদ্র সৈকতে।একদিকে সমুদ্রের জলে স্নান অন্যদিকে ঝাউ বাগানের নিস্তব্ধতা মন ভরিয়ে তুলবে। তাই ডিসেম্বর মাসের প্রথম রবিবারে দেখা গেলো দিঘার সমুদ্রের অন্য এক ছবি।

You may also like

Leave a Reply!