Home বঙ্গ ‘তৃণমূলে একা থাকবেন দিদি’ শুভেন্দুর বিজেপি যোগের পর হুঙ্কার অমিত শাহের

‘তৃণমূলে একা থাকবেন দিদি’ শুভেন্দুর বিজেপি যোগের পর হুঙ্কার অমিত শাহের

by banganews

বঙ্গ নিউস, ১৯ ডিসেম্বর, ২০২০ঃ তৃণমূলের অন্যতম হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী এখন বিজেপি নেতা। আজ মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তাঁর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু-বিজেপি যোগের পরই মেদিনীপুর সভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন অমিত শাহ। তিনি বলেন “একটা সময় মানুষ মা মাটি মানুষ স্লোগান দিয়ে তৃণমূল এসছিল, আজ সেই স্লোগান তোলাবাজিতে পরিণত হয়েছে। ভাইপোবাদ, স্বজনপোষণের স্লোগানে পরিণত হয়েছে”। অমিত শাহ আরও বলেন আজ একঝাঁক বিধায়ক, সাংসদ বিজেপিতে এসছেন। যখন ভোট আসবে তখন আপনি একা থাকবেন। আমফানের টাকা কেন্দ্র পাঠিয়েছে কিন্তু সাধারণ মানুষ পাননি, দলের লোকরা তা আত্মসাৎ করে নিয়েছে। সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে, এর থেকে লজ্জার কিছু হতে পারে না।

আরও পড়ুন পদ্ম শিবিরে নাম লিখিয়েই শুভেন্দুর নিশানায় “ভাইপো”

অমিত শাহ আরও বলেছেন
কমিউনিস্টকে ৩৪ বছর, তৃণমূলকে ১০ বছর সময় দিয়েছেন, আমাদের ৫ বছর সুযোগ দিন, বাংলাকে সোনার বাংলা করব। বাম সহ তৃণমূল ও কংগ্রেস থেকে আশা সকলকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন অমিত শাহ। তিন দশক কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, বাংলার মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন “আপনাকে সরিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সমগ্র বাংলার মানুষ। আর কত জন কে মারবেন পুরো বাংলা আপনার বিরুদ্ধে। আমাদের বহু কর্মীকে খুন করেছেন। জে পি নাড্ডা রাজ্যে এসছিলেন তাঁর গাড়ীতে হামলা হয়। আপনি কি মনে করেছেন? এই ভাবে জনপ্রিয়তা পাবেন। আমফানের টাকা কেন্দ্র দিয়েছে কিন্তু সেই টাকা গরীব মানুষ পাননি। কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে লাগু করেননি কেন? ১৮ বছরের যুবক, গীতা হাতে নিয়ে, ফাঁসিকাঠে চড়েছিলেন”। অন্যদিকে আজ বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেন দলের কর্মী হয়ে দলের নির্দেশ মেনে চলবেন। এই সভা থেকেই শুভেন্দু স্লোগান তোলেন, ‘‘তোলাবাজ ভাইপো হঠাও।’’

You may also like

Leave a Reply!