Home বিনোদন অবশেষে মুক্তি পেতে চলেছে ধর্মযুদ্ধ

অবশেষে মুক্তি পেতে চলেছে ধর্মযুদ্ধ

by banganews

সব অপেক্ষার অবসান। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর প্রযোজনায় ও পরিচালনায় ধর্মযুদ্ধ। নতুন বছরেই আসছে ধর্মযুদ্ধ।

একুশে জানুয়ারি ২০২২ ধর্মযুদ্ধ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
রাজ চক্রবর্তীর রাজনৈতিক থ্রিলার ‘ধর্মযুদ্ধ’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের  ২০ মে,
কিন্তু ঘটনাচক্রে রিলিজ পিছিয়ে যায়৷  অতিমারির কারণে ছবির মুক্তি সেইসময় সম্ভব হয়নি।

 

Tonic Trailer#নো প্যানিক, বড়দিনে আসছে টনিক

তবে এবার  বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ধর্মযুদ্ধ আসছে দর্শকদের সামনে।
ছবির পাঁচটি চরিত্রের নাম জবর, রাঘব, শবনম, আম্মি ও মুন্নি।

 

ছবিতে মুন্নি-র চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এ ছবিতেও ডি-গ্ল্যাম লুকে দেখা যাবে  অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে৷

 

সোহম রয়েছেন জবরের ভূমিকায়। রাঘবের চরিত্রে দেখা যাবে ঋত্বিককে এবং পার্নোর চরিত্রের নাম শবনম।

 

আম্মার- ভূমিকায় স্বাতীলেখা সেনগুপ্ত।

‘প্রলয়’ ছবির পর আবারও রাজনৈতিক থ্রিলার পরিচালনায় রাজ চক্রবর্তী।

জাত ধর্মের ভেদাভেদ, ধর্মের বেড়াজালে মানুষে মানুষে যুদ্ধের সমসাময়িক বিভিন্ন ঘটনার প্রতিচ্ছবি হয়ে উঠতে চলেছে ধর্মযুদ্ধ।

You may also like

Leave a Reply!