Home দেশ ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কুকুরের নামে সম্পত্তি লিখে দিল এক ব্যাক্তি

ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কুকুরের নামে সম্পত্তি লিখে দিল এক ব্যাক্তি

by banganews

বঙ্গ নিউস, ১ জানুয়ারি, ২০২১ঃ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার বাসিন্দা ওম নারায়ণ বর্মা। বয়স ৫০ ছুঁইছুঁই। চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভরা সংসার। কিন্তু নিত্যদিন অশান্তি লেগেই রয়েছে। ছেলেমেয়েদের দাবি তাঁদের সম্পত্তি ভাগ করে দিতে হবে। দিনের পর দিন একই অশান্তিতে জেরবার পঞ্চাশ বছরের ওম নারায়ণ।

আরও পড়ুন কল্পতরু উৎসবের দিনে ভিড় জয়রামবাটির মাতৃ মন্দিরেও

এই অশান্তির জেরেই এক চরম সিদ্ধান্ত নিলেন তিনি। তাঁর সম্পত্তির অর্ধেক পরিমাণ তাঁর স্ত্রীয়ের নামে আর বাকি অর্ধেক পরিমাণ সম্পত্তি তাঁর পোষা কুকুরের নামে লিখে দিলেন। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। ওম নারায়ণ বর্মা জানিয়েছেন সম্পত্তি প্রতিনিয়ত অশান্তি করেন তাঁর ছেলেমেয়েরা। এইকারণে তাঁর সঙ্গে ছেলেমেয়েদের সম্পর্ক ভালো নয়। তাই তিনি তাঁর সম্পত্তির অর্ধেক পরিমাণ নিজের স্ত্রীকে আর বাকি অর্ধেক পরিমাণ নিজের পোষা কুকুরকে লিখে দিয়েছেন। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। পক্ষে, বিপক্ষে অনেকে মন্তব্যও করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি ছেলেমেয়েদের থেকে কুকুর বেশি ভালো। আবার অনেকে দাবি করেছেন ছেলে মেয়েরা কুকুরের সঙ্গেও খারাপ ব্যবহার করবেন।

You may also like

Leave a Reply!