Home আবহাওয়া কাটেনি নিম্নচাপ, দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ভ্রুকুটি

কাটেনি নিম্নচাপ, দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ভ্রুকুটি

by banganews

পঞ্জিকা বলছে শরৎ কাল হাজির। এবার পুজো অনেকটাই দেরিতে। তাই পুজোর শেষ কয়েকদিনের প্রস্তুতি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার গত কয়েকবারের চেনা ছবি এবার দেখা যাবে না বলেই স্বস্তির নি:শ্বাস ফেলছিলেন পুজো উদ্যোক্তারা। তবে যেভাবে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে, তাতে কপালে চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে ফের প্রবল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আরও পড়ুন অনুরাগ ও কুনালের আজবকাণ্ড! অর্ণব গোস্বামীকে জুতোর স্মারক দিতে গেলেন রিপাবলিক টিভি অফিসে

যদিও আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণে রবিবার অবধি বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

অন্যদিকে উত্তরবঙ্গের বৃষ্টিতে ফের বাড়তে পারে নদীর জলস্তর। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

You may also like

Leave a Reply!