কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে সরব হয়েছে সমস্ত বিরোধীদল গুলি। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলি। এবার অনশনের ডাক দিল কৃষক নেতারা। এই অনশনে সামিল হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষক আন্দোলনের নেতা গুরনাম সিংহ চৌধুরী জানিয়েছেন আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। অন্যদিকে রাজস্থান থেকে একদল কৃষক আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। তবে রাজস্থান হরিয়ানা সীমান্তে শাহজাহানপুরে কাছে তাদের আটকে দেওয়া হয়। সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন কৃষকরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে দিল্লি জয়পুর হাইওয়ে।
পিরপঞ্জলে গোলাগুলি, পুরোনো রুট সক্রিয় করতে চাইছে পাকিস্তান
এদিকে আজ জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। অন্যদিকে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন কৃষকদের সম্মান করেই এই আইন প্রণয়ন করা হয়েছে। কিছু গ্যাং রাজনৈতিক ফায়দা তোলার জন্য কৃষক আন্দোলনকে হাতিয়ার করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষক আন্দোলনে মাওবাদীরা ঢুকে গেছে বলে ফের মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তবে কৃষক আন্দোলন ক্রমশই জটিল হয়ে উঠছে।