Home দেশ ফুটপাতের বিক্রেতাদের ২০ হাজার টাকার সরকারি ঋণ, ঘোষণা দিল্লি সরকারের

ফুটপাতের বিক্রেতাদের ২০ হাজার টাকার সরকারি ঋণ, ঘোষণা দিল্লি সরকারের

by banganews

নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২০ : বহু মানুষের প্রাণ কাড়ার পাশাপাশি রুজিও কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। রাজধানীর রাস্তায় ব্যবসা করে দিন-গুজরান হয় প্রায় ৫ লক্ষ ফুটপাত বিক্রেতার। করোনা সংক্রমণের জেরে বেশকয়েকমাস বন্ধ রোজগারের রাস্তা। তাই এবার দিল্লি সরকার তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে। মোট বিক্রেতাদের মধ্যে ১.৩ লক্ষ বিক্রেতা ২০০৭ সালেই এমসিডি এবং এনডিএমসিতে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন।বাকিদের জন্য দিল্লি শিডিউলড কাস্ট, শিডিউলড ট্রাইব, ওবিসি, ও ডিএসএফডিসি (মাইনরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন) ন্যূনতম সুদের হারে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণের অনুমোদন দেবে। মূলত ভ্যানে করে ফল ও সবজি বিক্রয়কারী ফেরিওয়ালারা এই ঋণ পাবেন।

আরও পড়ুন :  বাড়ল নিষেধাজ্ঞা, ৬ হটস্পট শহর থেকে কলকাতায় বন্ধ বিমান চলাচল

স্থানীয় মহাজনরা এইসব গরিব বিক্রেতাদের চড়া সুদের হারে টাকা ধার দিত। সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার রাজেন্দ্র পাল গৌতম মনে করেন, এই প্রকল্পের আওতাধীন হলে সুদখোর মহাজনদের প্রতি ফেরিওয়ালাদের নির্ভরশীলতা কমে যাবে। ডিএসএফডিসি রঘুবীর নগরে তফসিলি সম্প্রদায়ভুক্তদের জন্য প্রায় ৬০ টির কাছাকাছি শেড সংস্কারের কাজের বন্দোবস্ত করেছে। শুধুমাত্র ঋণদানই নয়, তাদের দৈনন্দিন বরাদ্দের জন্য উপযুক্ত কর্মসংস্থান প্রস্তুত করতেও সচেষ্ট সরকার।

You may also like

Leave a Reply!