Home দেশ চিনা আগ্রাসনের তথ্য দিয়েও সরিয়ে নিল প্রতিরক্ষা মন্ত্রকের সাইট

চিনা আগ্রাসনের তথ্য দিয়েও সরিয়ে নিল প্রতিরক্ষা মন্ত্রকের সাইট

by banganews

দিল্লি, ৬ আগাস্ট, ২০২০: চিনা সেনা এদেশের মাটিতে কোনও অনুপ্রবেশ করেনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট দেখলে তেমনটাই মনে হবে।
কদিন আগেও প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে স্পষ্টভাবে স্বীকার করে নেওয়া হয়েছিল যে, এ দেশের মাটিতে চিনা সেনা অনধিকার প্রবেশ করেছে ৷ লাদাখ কাণ্ডের ৩ মাস পর এই নথিটি প্রকাশিত হয়৷ তবে আশ্চর্যের ব্যাপার হল, এই তথ্য আপলোডের দু’দিনের মাথায় মন্ত্রকের ওয়েবসাইট থেকে পুরোপুরি উধাও!

আরও পড়ুন :  বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে ঘরে ঘরে হোক পতাকা উত্তোলন : জানালেন মুখ্যমন্ত্রী

প্রতিরক্ষা মন্ত্রকের সাইটে এই তথ্য যদি খুঁজতে যান, ক্লিক করলে দেখাচ্ছে, এই URL-টি খুঁজে পাওয়া যাচ্ছে না৷
তবে যে দুদিন এই তথ্যটি ছিল, দেখা যায়, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আগ্রাসন’ লেখার পরিবর্তে ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অতিক্রান্ত’ শব্দটি ব্যবহার করা হয়েছিল৷
আর কী ছিল প্রতিরক্ষা মন্ত্রকের ওই তথ্যে?

আরও পড়ুন : আনলকের পর প্রথম শুটিং শুরুর অপেক্ষা, লন্ডনে পাড়ি অক্ষয়ের

৫ মে ২০২০ থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা আগ্রাসনের সমস্ত খবর ছিল ওখানে৷ বিশেষ করে গালওয়ান উপত্যকায় আগ্রাসনের বিস্তারিত তথ্যাবলী দেওয়া হয়েছিল৷ কুংরাং নালা, গোগরা, প্যাংগং, তসো লেকের উত্তর দিকে অবধি চিনা সেনা অতিক্রম করেছে৷ চিনা আগ্রাসন নিয়ে এই বিশদ তথ্য জানানো হয়েছিল মন্ত্রকের তরফে৷
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আসা ওই ডকুমেন্টে লেখা ছিল যে, দুই দেশের মধ্যে এই সমস্যা দীর্ঘমেয়াদি এবং এটা মেটাতে সঠিক পদক্ষেপ প্রয়োজন৷
যদিও ৫-৭ মে প্যাংগং লেক এলাকায় দুই দেশের মুখোমুখি সংঘর্ষের পরও সরকারের পক্ষ থেকে এখনও অধিগ্রহণের কথা স্বীকার করা হয়নি৷

আরও পড়ুন :  ফুটবল মাঠে ইচ্ছাকৃত কাশিতে লালকার্ড দেখাবেন রেফারি

প্রতিরক্ষা মন্ত্রকের এই তথ্যাবলী এখন আর ওয়েবসাইটে নেই কেন? এই প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট কোনও উত্তর নেই। এক মুখপাত্র জানান যে, তিনি এই নথি দেখেননি৷
এই নিয়ে ফের সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তিনি প্রশ্ন তুলেছেন যে, কেন প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন? যে তথ্যটি প্রকাশিত হয়েছিল, তিনি সেই তথ্যটি ফের আপলোড করার দাবি জানিয়েছেন৷

You may also like

Leave a Reply!