Home কলকাতা রাইটার্সে আচমকা গুলিতে মৃত পুলিশকর্মী, আত্মহত্যা, না দুর্ঘটনা?

রাইটার্সে আচমকা গুলিতে মৃত পুলিশকর্মী, আত্মহত্যা, না দুর্ঘটনা?

by banganews

আবারও কি আত্মহত্যা, না দুর্ঘটনা? রাইটার্স বিল্ডিংয়ে ৬ নম্বর গেটের কাছে প্রেস কর্নারের সামনে আচমকা গুলিতে লুটিয়ে পড়লেন কনস্টেবল বিশ্বজিত কারক। গুলিটি চলেছে তাঁরই সার্ভিস রিভলবার থেকে। ৬ নম্বর গেট মানে ভিআইপি‘দের গেট। খুবই গুরুত্বপূর্ণ প্রবেশপথ। সাধারণত বন্ধ থাকে। সেই গেটেরই দায়িত্বে ছিলেন এই কনস্টেবল। বসে ছিলেন চেয়ারে। আচমকা এই ঘটনা ঘটে যায়।

আরও পড়ুন মাস্ক না পরলে দূরত্ববিধি না মানলেই পেতে হবে শাস্তি – নোটিশ জারি স্বরাষ্ট্রসচিব দপ্তরের

শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটে যাওয়া এই ঘটনা আত্মহত্যা, না দুর্ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। মুখের নীচের দিক থেকে ওপর দিক ফুঁড়ে বেরিয়ে গুলি গিয়ে লেগেছে গেটের আর্চ দেওয়ালে। ঘটনার সঙ্গে সঙ্গেই এসেছেন ডিসি সেন্ট্রাল। তদন্ত শুরু হয়েছে। আছেন হোমিসাইড শাখার অফিসারেরাও। মৃতদেহের ময়নাতদন্ত হবে।

You may also like

Leave a Reply!