Home দেশ চিনের দখলদারির খবর ফাঁস করে মৃত নেপালি সাংবাদিক

চিনের দখলদারির খবর ফাঁস করে মৃত নেপালি সাংবাদিক

by banganews

কাঠমান্ডু, ১৫ অগাস্ট, ২০২০: নেপালের রুইগ্রাম সহ আরও বেশ কয়েকটি সীমান্ত গ্রামের দখল নিয়েছে চিন। তথ্যপ্রমাণসহ এই খবর প্রকাশ্যে এনেছিলেন নেপালের সাংবাদিক বলরাম বানিয়া (৫০)। শুক্রবার নেপালের বাগমতী নদীর ধার থেকে উদ্ধার হল সেই সাংবাদিকের মৃতদেহ।

আরও পড়ুন নিজেরাই লকডাউন ডেকে নজির গড়ল ব্যবসায়ী সংগঠন

এই ঘটনার কথা প্রকাশ্য আসার পরেই তীব্র উত্তেজনা দেখে দিয়েছে নেপালের সাংবাদিক মহলে। দেশের অগ্রগণ্য দৈনিকের এক রাজনৈতিক সংবাদদাতার কথায়, এই ঘটনার প্রতিবাদে এককাট্টা হচ্ছে নেপালের সংবাদজগৎ।
কিছুদিন আগে নেপালের কৃষি মন্ত্রকের সার্ভে রিপোর্টের ভিত্তিতে চিনা দখলদারির খবর প্রকাশ করেছিলেন বলরাম বানিয়া। তারপর থেকেই তাঁকে খুনের হুমকি দেওয়া হত বলে নিজেই জানিয়েছিলেন প্রশাসনকে। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

আরও পড়ুন অবশেষে অবসর ঘোষণা ধোনির

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বলরাম বানিয়ার পরিবারের লোকেরা তাঁর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বর্ষীয়ান ওই সাংবাদিক শেষবারের মতো বালুখ নদীর তিরে ঘুরতে দেখা গিয়েছিল। তাঁর মোবাইলও তারপর থেকে সুইচ অফ হয়ে যায়। অবশেষে শুক্রবার বাগমতী নদীর ধার থেকে ওই সাংবাদিকের মৃতদেহ উদ্ধার হয়।
চিনের দখলদারির বিরুদ্ধে খবর করার জন্যই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মদতেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে।

You may also like

Leave a Reply!