Home দেশ ‘দাউদ গ্যাং’এর ফোনকল উদ্ধব ঠাকরের বাংলোয়

‘দাউদ গ্যাং’এর ফোনকল উদ্ধব ঠাকরের বাংলোয়

by banganews

মুম্বই, ৬ সেপ্টেম্বর, ২০২০: আবারও ভারতীয় রাজনীতিতে দাউদের ছায়া। আবারও নিশানায় মুম্বই। শনিবার গভীর রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবনে দাউদ ইব্রাহিমের নাম করে দু দুটো ফোন আসে। তারপরেই মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়।
মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী অনিল পরব জানিয়েছেন, শনিবার রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন আসে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মাতশ্রী-তে। সেই অজ্ঞাতপরিচয় পুরুষ কণ্ঠের বক্তব্য ছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান দাউদ ইব্রাহিম। লাইনটা যেন মুখ্যমন্ত্রীর ঘরে দেওয়া হয়।

আরও পড়ুন বিরুষ্কার ঘরে কে আসছে? জ্যোতিষীরা যা বললেন…

একবার নয়, দু-দুবার এই ফোনকল আসে মাতশ্রী-তে। টেলিফোন অপারেটর অবশ্য সেই ফোনকল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ঘরে দেননি। তবে ফোনে কোনও হুমকি দেওয়া হয়নি বলে খবর।
এই ঘটনার রিপোর্ট পেয়ে মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় কণ্ঠের খোঁজে তল্লাশি জারি হয়েছে। পুরো ব্যাপারটিই খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই মাতশ্রী বাংলোয় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার পরমবীর সিং।

You may also like

Leave a Reply!