Home দেশ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তৃতা মিউট করে নাচ, গান! অস্বস্তিতে গেরুয়া শিবির

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তৃতা মিউট করে নাচ, গান! অস্বস্তিতে গেরুয়া শিবির

by banganews

বঙ্গ নিউস, ৩০ ডিসেম্বর, ২০২০ঃ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তৃতা মিউট করে রেখে নাচ গানে ব্যস্ত বিজেপি নেতা কর্মীরাই। হিমাচল প্রদেশে জয়রাম ঠাকুরের নেতৃত্বাধীন বিজেপি সরকার চলতি সপ্তাহে তিন বছর পূর্ণ করল। সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। সেরকমই সোলনে মিউনিসিপ্যাল কমিটি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি।

আরও পড়ুন সহজেই নিজের নাম নথিভুক্ত করান অটল পেনশন যোজনায়, পান আর্থিক নিরাপত্তা

সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে রাজনাথ সিংয়ের বক্তৃতা চলাকালীন কয়েকজন বিজেপি নেতা কর্মী টেলিভিশনের সাউন্ড মিউট করে নাচ গানে ব্যস্ত। এমনকি ঘটনার সময় উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি সুরেশ কাশ্যপ। স্থানীয় মহিলা নট্টীদের সঙ্গে স্থানীয় পুরসভার বিজেপি নেতাদের নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে ভিডিওটিতে দেখা গিয়েছে ওই নাচ গানের মধ্যেই মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতি রাজনাথ সিংয়ের বক্তৃতা শোনার চেষ্টা করছে। এই ঘটনা সামনে আসার পর অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। বিরোধীরাও কটাক্ষ করে বলেছেন ‘‘এটাই তো বিজেপির দলীয় সংস্কৃতি।’’

You may also like

Leave a Reply!