সোমবার আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে জানিয়েছিল আবহাওয়া দফতর। বিগত কয়েকদিনের বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। এই অবস্থায় নতুন নিম্নচাপকে ঘিরে উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন : লন্ডনে নিলাম হল মহাত্মা গান্ধির চশমা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে মেঘলা আকাশ।বেলার দিকে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : আজ সোমবার, কেমন যাবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল
সোমবার থেকেই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলিতে শুরু হবে বৃষ্টি। মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার অবধি চলবে এই বৃষ্টি, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারী করা হয়েছে কমলা সতর্কতা। মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।