Home আবহাওয়া আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গতি

আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গতি

by banganews

আম্ফানের রেশ কাটতে না কাটতেই গতির আগমনবার্তা জানিয়েছিল আবহাওয়া দফতর। মঙ্গলবার রাতের দিকে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে এই গতি। অন্ধ্রপ্রদেশ হয়ে নার্সাপুর ও বিশাখাপত্তনমে মাঝে কাকিনাড়ায় প্রবেশ করবে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ৮০ কিমি। সর্বাধিক প্রভাব পড়বে কেরালা উপকূল, অন্ধ্র উপকূল এবং কর্ণাটক উপকূলে।

আরো পড়ুন – আজ মঙ্গলবার, কেমন কাটবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল

সপ্তাহের মাঝামাঝি সময়ে আন্দামান সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে গতির প্রভাবে কেরালা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, ছত্রিশগড়, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ সমুদ্র উপকূলবর্তী মানুষজন এবং মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বস্তি এই যে, বাংলায় গতি’র তেমন প্রভাব পড়বে না৷

আজ সকাল থেকেই কলকাতা শহরের আকাশ রোদ ঝলমলে। তবে বাতাসে জলীয় বাস্প থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বিনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

You may also like

Leave a Reply!