গতকাল এই দশকের সব থেকে বেশি ভয়ঙ্কর সাইক্লোন এর সম্মুখীন হলাম আমরা। এতটা খারাপ অবস্থা হবে আমরা কোনোদিন ও ভাবিনি। গত রাতে ঘন্টায় ১৮৫ কিমি বেগে আছড়ে পড়েছিল মেদিনীপুর জেলা, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ ওপর। সব কিছু তছনছ করে দিয়ে চলে গেলো এই সাইক্লোন।খোদ কলকাতা কেও একটাতে শেষ কিরে দিয়ে গেছে আম্ফান। সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে কলকাতা এয়ারপোর্ট।
এক ঝলক দেখলে কেউ নদী বলে ভুল করে বসবেন। পুরোপুরি জলের তলায় চলে গেছে এয়ারপোর্ট।

এয়ার ইন্ডিয়া র অফিস পুরোপুরি ভেঙে পড়েছে। চারিদিকে শুধু জল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হল এয়ারপোর্ট কে। কবে আবার সব কিছু স্বাভাবিক হবে সে কথা বলা যাচ্ছে না।
এখন বেশ কিছুদিন বন্ধ থাকবে সবরকম আন্তর্জাতিক ও বিদেশি উড়ান। সব কিছু স্বাভাবিক হলে তার পর আবার কাজ শুরু হবে।
এখনই সব ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী। এখনই সব কিছু ঠিক করা সম্ভব নয়। একে করোনা র প্রকোপ তার ওপর এই সাইক্লোন এর বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই রাজ্য কে তথা পুরো দেশ কে। তাই সবাই কে পাশে থাকার জন্য আবেদন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই একজোট হয়ে না দাঁড়ালে এই বিপর্যয় থেকে বেরিয়ে আসা সম্ভব নয়।