TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করে ফেলল পতঞ্জলি দাবি বাবা রামদেবের

করোনা আতঙ্কে এখনও দিন কাটাচ্ছে ভারতবাসী, করোনার ভ্যাকসিন বার করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিজ্ঞানীরা, এরই মধ্যে আশার বাণী শোনাল পতঞ্জলি। পতঞ্জলির যোগগুরু বাবা রামদেব জানিয়েছেন তাঁর সংস্থা করোনা ভাইরাসের ওষুধ আবিস্কার করে ফেলেছে। পতঞ্জলির আচার্য্য বালকৃষ্ণ ও যোগগুরু বাবা রামদেব প্রেস কনফারেন্সে এই বিষয়টি জানিয়েছেন। আজ মঙ্গলবার থেকেই বাজারে আসছে করোনা ভাইরাসের ওষুধ। এমনটাই জানিয়েছেন যোগগুরু রামদেবের পতঞ্জলি। ওষুধের নাম করোনিল, এই আয়ুর্বেদিক ওষুধ করোনা চিকিৎসায় ১০০ শতাংশ কার্যকর। এমনটাই দাবি সংস্থার।উত্তরাখণ্ডের হরিদ্বারে পতঞ্জলী যোগপীঠে ২৩ জুন অর্থাৎ আজ মঙ্গলবার এই ওষুধের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।

আরও পড়ুন মেডিক্যাল কলেজে করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরি

পতঞ্জলির দাবি আয়ুর্বেদিক পদ্ধতিতে করোনা নিরাময় সম্ভব, করোনা সংক্রমণের শুরু থেকেই এই পতঞ্জলি ওষুধ আবিস্কারের লক্ষ্যে নেমে পড়েছিল, এবার এই লক্ষ্য সফল হয়েছে বলে দাবি করেছেন আচার্য্য বালকৃষ্ণ। হরিদ্বার অ্যান্ড ন্যাশানাল ইন্সটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবং পতঞ্জলি রিসার্চ ইন্সটিটিউট যৌথভাবে এই গবেষণা করেছে। এই ওষুধ নির্মাণ করেছে দিব্য ফার্মেসি হরিদ্বার ও পতঞ্জলি আয়ুর্বেদ হরিদ্বার। এই ওষুধে রয়েছে অশ্বগন্ধা, গুলঞ্চ ও তুলসী । ১০০ শতাংশ সুস্থ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে এই ওষুধে। তবে কবে কোথায় এই ওষুধ পাওয়া যাবে তা এখনই জানানো হয়নি। কনফারেন্সে সমস্ত তথ্য দেওয়া হবে বলেই আশা করা হচ্ছে