TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

অশান্ত কাশ্মীরে আইইডি বিস্ফোরণে মৃত আরও এক সিআরপিএফ জওয়ান

কাশ্মীরের পুলওয়ামা অঞ্চলের গাংগুতে একটি বিধ্বংসী আইইডি বিস্ফোরণের দরুন মারা যায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক কর্মরত জওয়ান। রবিবারের সকালে অশান্ত জম্মু-কাশ্মীরে অতর্কিত বিস্ফোরণে নিহত পুলিশ আধিকারিকটির নাম প্রদীপ দাস। নিউজ এজেন্সি ‘এশিয়ান নিউজ ইন্টার্নেশনাল’ বা সংক্ষেপে এএনআই দ্বারা সংগৃহীত তথ্য অনুযায়ী বোম ব্লাস্টটি আইইডি-র মতো শক্তিশালী রাসায়নিক বিস্ফোরকের মাধ্যমে ঘটানো হয়, ঘটনাটির সাথে সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ থাকতে পারে বলে মনে করছে অনেকেই। আকস্মিক দুর্ঘটনাটি ঘটে শ্রীনগর-পুলওয়ামা সড়কে যেখানে সংযোগ বিচ্ছিন্ন রাস্তার পুনর্নির্মাণের জন্য ১৮৭ ব্যাটেলিয়ানের এক কোম্পানি সিআরপিএফ বাহিনী মোতায়েন ছিল।

আরও পড়ুন মধ্যরাতে সীমান্তে বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে আহত ৩ বিএসএফ জওয়ান

অপর একটি সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে বিস্ফোরণে সিআরপিএফের এক জাওয়ান গুরুতরভাবে আহত হলেও, তার অবস্থা এখন স্থিতিশীল। ঘটনায় মৃত্যু হয়নি কারো। সূত্র মারফত পাওয়া তথ্য অনুসারে, রাস্তা পুনঃসংযোগের কাজের সময় পুলিশ মাটিতে গ্রথিত অবস্থায় এই শক্তিশালী বোমাটি উদ্ধার করে, পরবর্তীতে বোম নিষ্ক্রিয় করতে বিশেষ বাহিনী ডাকা হয় এবং গোটা এলাকাটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়। এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে এরকম ঘটনা দ্বিতীয় বার, বুধবার একজন সিআরপিএফ জাওয়ান ও এক সাধারণ মানুষের মৃত্যুর পর থেকেই সেখানে পরিবেশ ছিল থমথমে। আজকে সকাল ৭ টা বেজে ৪৫ মিনিটে, পুলওয়ামা শহরের উপকণ্ঠ গাংগুতে এই বিস্ফোরণ কাঁপিয়ে দেয় গোটা শহরকে। বিগত ২৮ শে মে,২০২০ বদ্ধ গাড়িতে ৪০-৪৫ কেজি সক্রিয় বোমা বেঁধে যে নাশকতার পরিকল্পনা করা হয় তাতেও ব্যবহৃত হয়েছিল অনুরূপ রাসায়নিক বিস্ফোরক। দুটি ঘটনার সঙ্গে একই জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ রয়েছে বলে অনুমান করা হচ্ছে।