Home দেশ দুর্লভ পরিযায়ী পাখি দেখতে ভিড় মধ্যপ্রদেশের রিজার্ভ ফরেস্টে

দুর্লভ পরিযায়ী পাখি দেখতে ভিড় মধ্যপ্রদেশের রিজার্ভ ফরেস্টে

by banganews
পেঞ্চ টাইগার রিজার্ভ (Pench Reserve forest in MP) পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত। ১৯৫৩ সাল থেকে দুর্লভ পাখিদের বিশেষ ভাবে সংরক্ষণ শুরু করে ভারত সরকার।
এই পাখিগুলোর অদ্ভুত সুন্দর পেখম পর্যটকদের বিশেষ আকর্ষণ । দুর্লভ এই পাখিদের দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভিড় করেন এই রিজার্ভ ফরেস্টে। এই পাখি মার্কিন  মুলুকের ন্যাশনাল উড়ান সংস্থার প্রতীক। ইউ এসের থেকে আসা পরিযায়ী পাখি৷ ১৯৫৩ থেকে সে দেশে শোভা বাড়িয়েছ এই পরিযায়ী পাখি।
পেঞ্চ টাইগার রিজার্ভের আশপাশের গ্রাম এই পাখির প্রজনন করে। কারণ এদের পেখম বেশ দুর্মূল্য। জানা গিয়েছে, আমেরিকার গ্রেট ইগ্রেটের পর মধ্যপ্রদেশ এই পাখিদের বাস্তুতন্ত্রের সঙ্গে খাপ খায়। তাই প্রতিবছর দলে দলে এই পাখি মধ্যপ্রদেশের এই রিজার্ভ ফরেস্ট আসে ও বাসা বাঁধে। সুন্দর পেখমযুক্ত এই পরিযায়ী পাখিদের দেখতে প্রতিবার বহু পক্ষী-প্রেমী ও পর্যটক ভিড় করেন এই রিজার্ভ ফরেস্টে

You may also like

Leave a Reply!