TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

খেজুরিতে মৎস্যজীবির জালে কুমির

খেজুরি, ১৩ সেপ্টেম্বর, ২০২০ঃ   খেজুরিতে মৎস্যজীবিদের জালে উদ্ধার হল বাচ্চা কুমির। খবর ছড়িয়ে পড়তে দলে দলে মানুষ ভিড় জমায়। ঘটনাটি জানতে পেরে হাজির হয় বনদপ্তরের অধিকারিকরা।খেজুরি তথা কাঁথির সমুদ্র উপকূলে কুমির ধরা পড়ার ঘটনা সম্ভবত এই প্রথম। বর্তমানে কুমিরটি বন দপ্তরের খেজুরির বিট অফিসের তত্ত্বাবধানে রয়েছে। কুমিরটি লম্বা প্রায় এক ফুট।

আরও পড়ুন ভারতের কোভ্যাক্সিনের ” জোরালো রোগ প্রতিরোধ ক্ষমতা ” জানালেন গবেষক

 

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নিচকসবা গ্রামের বাসিন্দা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এলাকার বাসিন্দা মৎস্যজীবী নভেন্দু দাস সমুদ্র সংলগ্ন খাঁড়িতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেই সময় তাঁর জালে উঠে আসে কুমিরটি।

কুমির ধরা পড়েছে, এমন খবর পেয়ে সেটি দেখতে ভিড় জমায় এলাকায় বাসিন্দারা।খবর দেওয়া হয় বন দপ্তরে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের অধিকারিকরা।জেলা বন দপ্তরের অতিরিক্ত আধিকারিক এসে কুমিরটিকে নিয়ে যান।