Home দেশ করোনা সংক্রমণে মৃত্যু হল ‘চুম্বন বাবা’র

করোনা সংক্রমণে মৃত্যু হল ‘চুম্বন বাবা’র

by banganews
কুসংস্কার এর ফলে প্রাণ হারিয়েছে মানুষ এমন উদাহরণ অসংখ্য। নানা অন্ধ বিশ্বাস মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যায়।  মৃত্যুভয়ের থেকেও সংস্কার, অন্ধ বিশ্বাস বড় হয়ে দাঁড়ায় অনেকক্ষেত্রে। যার ফল নিজের জীবন দিয়েই চোকাতে হয় ওই ব্যক্তিকে।
ফের এরকম এক ঘটনা সামনে এলো।
এক তান্ত্রিক দাবি করে আসছিলেন তাঁর ঝাড়ফুক এবং চুম্বনেই সেরে উঠবে করোনা আক্রান্ত ব্যক্তি। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত। করোনা ভাইরাস শরীরে বাসা বাঁধলেও নিমিষে মরে যাবে তাঁর চুম্বনের ফলে, এমন দাবি করেছিলেন ওই তান্ত্রিক। আর এরকম সংকটের সময়, মহামারীর সময় অসংখ্য মানুষের দল তাঁর কাছে আসছিলেন সুস্থ হওয়ার লক্ষ্যে। রমরমিয়ে চলছিল সেই তান্ত্রিকের চুম্বন সহ ঝাড়ফুঁক। তাঁর কাছে মাত্র একটা ‘ সিটিংয়ে ‘-ই সেরে যাবে করোনা, ঘোষণা করেছিলেন তিনি। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, তাঁর বৈশিষ্ঠ ছিল হাতে চুম্বন করা। আক্রান্তের হাতে চুম্বন করা মাত্রই রোগী নাকি সুস্থ হয়ে যেত।
এবার সেই তান্ত্রিকেরই মৃত্যু হল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে। গত ৩ জুন তিনি তান্ত্রিক করোনায় আক্রান্ত হন। আর পরের দিনই মৃত্যু হয় তাঁর। মধ্যপ্রদেশের রতলামের বাসিন্দা ছিলেন তিনি। আর রিপোর্ট আসার পরই তোলপাড় শুরু হয়ে গেছে।
 স্থানীয় প্রশাসন অবশ্য এলাকার মানুষদের সচেতন করার কাজে শুরু করেছে। প্রশাসনের কর্তাব্যক্তিরা জানিয়েছেন এই জাতীয় কুসংস্কার থেকে দূরত্ব বজায় রেখে চলতে।
তান্ত্রিকের সংস্পর্শে আসা মানুষদের খুঁজতে বার হতে হয়েছে প্রশানের কর্তাব্যক্তিদের। রতলাম জেলা জুড়ে শুরু হয়েছে তল্লাশি। ইতিমধ্যেই ২৯ জনের সন্ধান পাওয়া গেছে। যাঁরা তান্ত্রিকের সংস্পর্শে এসেছিলেন। যার মধ্যে ৭ জনই তান্ত্রিকের পরিবারের সদস্য। নমুনা পরীক্ষার পর ২০ জনেরই করোনা ধরা পড়েছে। প্রত্যেককেই কোয়ারেন্টাইন থেকতে বলা হয়েছে। বাকিদের খোঁজেও চলছে অভিযান।

You may also like

Leave a Reply!