Home দেশ দেহে কোভিদ-১৯ এর সংক্রমণ নিয়ে বিয়ের পিঁড়িতে বর, পরে করোনায় মৃত্যু

দেহে কোভিদ-১৯ এর সংক্রমণ নিয়ে বিয়ের পিঁড়িতে বর, পরে করোনায় মৃত্যু

by banganews
বিয়ের বন্ধনে আবদ্ধ হবার কিছুদিন পূর্বেই শরীরে ভাইরাস সংক্রমণ উপসর্গগুলি প্রকট হচ্ছিল, কিন্তু বিয়ের টানে সবকিছু উপেক্ষা করেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বিহারের ওই যুবক। সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করে বিয়ে করার পরের দিনই দুর্ভাগ্যক্রমে মারা গেলেন বর। বিবাহ উপস্থিত মানুষের মধ্যে এই ঘটনার পরেই ছড়িয়েছে আতঙ্ক। তার মৃত্যুর পরও ধোঁয়াশা থেকেই যাচ্ছে যে শুভ অনুষ্ঠানে যোগ দিতে এসে শেষ পর্যন্ত মারণ রোগে আক্রান্ত হলেন কিনা নিমন্ত্রিতরা। জানা যাচ্ছে বিয়েতে নিমন্ত্রিত ছিল মোট ৩৬৯ জন। সবাইকে চিহ্নিত করার পর পৃথকভাবে প্রত্যেকের টেস্ট করা হলে তাদের মধ্যে ৮৯ জনের দেহেই পাওয়া গেছে মারণ রোগের বীজ এবং জানা যাচ্ছে বিয়েতে উপস্থিত আমন্ত্রিতদের মধ্যে ৩১ জন এমন ছিলেন যাদের আগে থেকেই এই রোগ ছিল।
কোভিদ-১৯ সম্পর্কিত এত জনসচেতনতা সত্ত্বেও আক্রান্ত ব্যক্তিরা কীভাবে একটি জনসমাবেশে এলেন এই নিয়ে তাদের দায়িত্ববোধ প্রশ্নের মুখে। পার্টনার পালিগঞ্জে এই অনুষ্ঠান মারফত গোষ্ঠী সংক্রমণ সূচিত হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী এ মাসের ১৫ তারিখ বিবাহ অনুষ্ঠান ও পরের দিন বরের মৃত্যু। সব মিলিয়ে ১১১ জন সংক্রমিত।সবকিছু খতিয়ে অনুসন্ধান করে জানা যাচ্ছে মৃত যুবক বিয়ের কিছুদিন আগে গাড়ি নিয়ে দিল্লিতে গিয়েছিলেন এবং ফিরে এসে বেশ কিছুদিন কোয়ারেন্টাইনে থাকেন।
পরবর্তীতে উপসর্গ দেখা দিলেও তিনি বিয়ের সিদ্ধান্ত নেন এবং ফলত যা হবার তাই হল। এই ঘটনা কপালে ভাঁজ ফেলেছে বিহার সরকারের।

You may also like

Leave a Reply!