Home কলকাতা শরীরে করোনা ভাইরাস নিয়ে লন্ডন থেকে কলকাতা, পাঠানো হল কোয়ারেন্টাইনে

শরীরে করোনা ভাইরাস নিয়ে লন্ডন থেকে কলকাতা, পাঠানো হল কোয়ারেন্টাইনে

by banganews

কলকাতা, ২২ ডিসেম্বর, ২০২০ঃ ব্রিটেনে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই ভারত-ব্রিটেন বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারত-ব্রিটেন উড়ান পরিষেবা বন্ধ থাকবে। তবে গতকাল সন্ধেয় ব্রিটেন থেকে একটি বিমান এসে পৌঁছায় কলকাতায়। সেখানে ২২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ২৫ জনের করোনা পরীক্ষা করা হলে ২ জনের রিপোর্ট পজিটিভ আসে। সরকারি প্রোটকল মেনে তাঁদের নিউটাউনের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তবে জানা গেছে ওই দুইজনই উপসর্গহীন। কিন্তু এই দুই ব্যাক্তির শরীরে নতুন কোনো স্ট্রেন আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে।

আরও পড়ুন শিল্প বৃদ্ধির হারে দেশে পঞ্চম বাংলা, জবাব দিল তৃণমূল

এই দুই জনের সংস্পর্শে আসা সমস্ত ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। পাশাপাশি ওই বিমান আধিকারিকদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তথ্য বলছে গত ২৫ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে কলকাতায় আসা ৪ টে বিমানের মোট ৬ জন যাত্রী করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চেন্নাই বিমানবন্দরে লন্ডন থেকে আসা এক ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। ব্রিটেনে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই ভারত সহ একাধিক দেশ ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা ছিন্ন করেছে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক স্বীকার করে নিয়েছেন সেদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে। এই পরিস্থিতিতে ব্রিটেন কে একঘরে করেছে তার একাধিক প্রতিবেশী দেশ।

You may also like

Leave a Reply!