বঙ্গ নিউস, ২৫ ডিসেম্বর, ২০২০ঃ মাসখানেক ধরে করোনা সংক্রমনের গ্রাফ ছিল নিম্নমুখী। মৃত্যুর হারও কমেছিল৷ কিন্তু এরই মধ্যে জানা গেল, করোনার নতুন নে ভারতে পৌঁছে গেছে। সত্যি হলে 70% দ্রুত এবং বেশি পরিমাণে ছড়াতে পারে করোনা সংক্রমণ।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা যাচ্ছে, গত 25 নভেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছেছে 371 জন যাত্রী৷ এর মধ্যে 104 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। কলকাতাতেই রয়েছে 83 জন। কলকাতা, দার্জিলিং, কালিম্পং, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া সহ বিভিন্ন জায়গায় ব্রিটেন থেকে আসা যাত্রীদের তালিকা রয়েছে। তালিকায় ব্যক্তিদের নাম এবং ফোন নম্বর থাকলেও অনেক ক্ষেত্রেই ফোন নম্বর গুলি বৈধ নয়।
আরও পড়ুন আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পূর্ব গোদাবরীর রাজামুন্দ্রি এলাকার এক মহিলা গত 21 ডিসেম্বর লন্ডন থেকে দিল্লি বিমানবন্দরে নামেন। মহিলার শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হলেও মহিলা কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে যান৷ ওই মহিলা তারপর ট্রেনেও যাতায়াত করেন। ফলে এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।