Home স্বাস্থ্য মোবাইল ক্যামেরাতে দ্রুত হতে পারে করোনা পরীক্ষা

মোবাইল ক্যামেরাতে দ্রুত হতে পারে করোনা পরীক্ষা

by banganews

বঙ্গ নিউস, ৯ ডিসেম্বর, ২০২০ঃ এবার করোনা পরীক্ষা আরো দ্রুত এবং সহজ করতে এক অভিনব পন্থা ভেবেছেন মার্কিন গবেষকরা। মোবাইল ফোনের ক্যামেরা দিয়েই করোনা পরীক্ষা করা যাবে৷ স্মার্টফোনের ক্যামেরার মাধ্যম ক্রিস্পার নামক প্রযুক্তির সাহায্যে করা যাবে এই পরীক্ষা৷ সেল নামক গবেষণাপত্রে প্রকাশিত খবরে এবছর রসায়নের যৌথভাবে নোবেল বিজেতা জেনিফার ডৌডনা এই প্রযুক্তির বর্ণনা দিয়েছেন।

আরও পড়ুন কলকাতায় নাড্ডা, কৃষি আইনের প্রতিবাদে কালো পতাকা নাড্ডাকে

ক্রিস্পার নির্ভর প্রযুক্তিতে লালারসের নমুনাকে একটি উৎসেচকের সঙ্গে মেশানো হয়। মিশ্রনটিকে একটি যন্ত্রে রেখে তার সঙ্গে স্মার্টফোন জুড়ে দেওয়া হয়। ভাইরাস থাকলে রঙের তফাৎ হয়, উৎসেচক তাকে খুঁজে আলাদা করে নেয়। পরীক্ষাগারের তুলনায় অনেক দ্রুত হবে এবং পদ্ধতিও সহজ৷
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাকে প্রতিহত করার জন্য টিকাকরণ কর্মসূচির জন্য মোবাইল প্রযুক্তির ওপর জোর দিয়েছেন

You may also like

Leave a Reply!