Home বিনোদন করোনা কেড়ে নিল বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পীকে

করোনা কেড়ে নিল বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পীকে

by banganews

ঢাকা, ১৫ অগাস্ট, ২০২০: বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পীর প্রাণ কেড়ে নিল করোনা। আজ সকালে ঢাকার এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন মুর্তজা বসির।
স্বনামধন্য শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন জঙ্গলমহলে বিজেপি শিবিরে ফাটল , দলত্যাগ একই ব্লকের ৫০০ জনের

মুর্তজা বসির ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাষা সংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। একুশের মহান ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তাঁর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন মুর্তজা। বাংলাদেশে বিমূর্ত বাস্তবতার চিত্রভাবনায় তিনি পথিকৃৎ। দেওয়াল, শহিদ শিরোনাম, পাখা ছাড়াও বেশকিছু উল্লেখযোগ্য চিত্রমালা রয়েছে মুর্তজার। পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে তিনি কাজ করেছেন।

আরও পড়ুন তাঁর ফ্ল্যাটের কিস্তি তিনিই দিতেন, সুশান্ত নয় ; প্রমাণ দাখিল অঙ্কিতার

সাহিত্য এবং গবেষণাতেও তাঁর অবদান রয়েছে। ১৯৭৯ সালে প্রকাশিত হয় তাঁর লেখা উপন্যাস ‘আলট্রামেরিন’। মুদ্রা ও শিলালিপি নিয়েও গবেষণা করেছেন। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বসির। ২০১৯ সালে পান স্বাধীনতা পুরস্কার।

You may also like

Leave a Reply!