Home কলকাতা শ্রাদ্ধের আগে ফিরে এলেন করোনা রোগী, তারপর যা ঘটল!

শ্রাদ্ধের আগে ফিরে এলেন করোনা রোগী, তারপর যা ঘটল!

by banganews

বঙ্গ নিউস, ২২ নভেম্বর, ২০২০ঃ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, কিন্তু সেই মৃত ব্যাক্তি বাড়ি ফিরে এলেন তাঁর শ্রাদ্ধের একদিন আগে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঘটনা। ঘটনাস্থল খোদ কলকাতা শহরের অন্তর্গত বিরাটি। বিরাটির বিদ্যাসাগর সরনির ব্যানার্জি বাড়িতে শিবদাস ব্যানার্জির শ্রাদ্ধের তোড়জোর চলছে, ঠিক সেই সময় তিনি সশরীরে এসে উপস্থিত হন বাড়িতে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। চরম অস্বস্তিতে স্বাস্থ্যভবন। দুই নার্স সহ একজন চিকিৎসক ও একজন সিস্টার ইন চার্জকে শোকজ করেছে স্বাস্থ্যভবন।

আরও পড়ুন বন্ধ হয়ে গেল প্রাচী মেনকা প্রিয়া সিনেমাহল

কিন্তু এত বড় ভুল কিভাবে হল? জানা গিয়েছে ব্যানার্জি পরিবার যে দেহ দাহ করেছেন সেই দেহ আসলে খড়দহের মোহিনীমোহন মুখার্জির। শিবদাস ব্যানার্জি এবং মোহিনীমোহন মুখার্জি, দুজনকেই প্রথমে খড়দহের বলরাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শিবদাস ব্যানার্জিকে বারাসতের জিএনআরসি হাসপাতালে স্থানান্তর করার সময় ভুল বশত মোহিনীমোহন মুখার্জিকে সেখানে স্থানান্তর করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। স্থানান্তরিত করার সময় কাগজ কলমে শিবাদাস ব্যানার্জির নাম থাকায় ব্যানার্জি পরিবার কে জানানো হয় শিবদাসবাবু মারা গিয়েছেন। এই ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন।

You may also like

Leave a Reply!