Home দেশ ফেব্রুয়ারিতে হতে পারে করোনা মুক্তি যদি মানা হয় এই নিয়মগুলি

ফেব্রুয়ারিতে হতে পারে করোনা মুক্তি যদি মানা হয় এই নিয়মগুলি

by banganews

বঙ্গ নিউস, ১৮ অক্টোবর, ২০২০ঃ  দেবীপক্ষেই এল সুসংবাদ। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই চলে যাবে করোনা৷ এমনটাই জানালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর গবেষকরা। কিন্তু তাঁরা সতর্ক করেছেন যদি এই সময় বড় কোনো জমায়েত হয় তাহলে আর রক্ষে নেই।

আরও পড়ুন আবর্জনাস্তুপ থেকে উদ্ধার কঙ্কাল, চাঞ্চল্য ভাটপাড়ায়

আজকেও দেশে আক্রান্তের সংখ্যা প্রায় 62 হাজার। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা 75 লক্ষ। এই কমিটির দাবি দেশে মোট আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাবে সামনের বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে। কিন্তু সক্রিয় রোগীর সংখ্যা কমতে কমতে করোনা রোগীর সংখ্যা আর তেমন থাকবে না যদি এই সময় যদি কোনো বড় আকারের জমায়েত না হয় তবেই।

কিন্তু যদি দুর্গাপুজো থেকে শুরু করে পরপর উৎসবের মরশুমে ক্রমাগত জমায়েত হয় তাহলে তার মাশুল গুনতে হবে। আক্রান্তের সংখ্যা তখন লাফিয়ে লাফিয়ে বাড়বে। সংক্রমণ শুরু হওয়ার পর পেরিয়ে গিয়েছে আট মাস৷ এই আট মাসে পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কিন্তু কোন ভ্যাকসিন খুঁজে পাওয়া যায়নি। তাই এইসময় স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে৷ মাস্ক স্যানিটাইজার আবশ্যক৷ সামাজিক দূরত্ববিধিও মেনে চলতেই হবে।

You may also like

Leave a Reply!