Home খেলা করোনা পরবর্তী সময়ে ক্রিকেটের নিয়ম বদল

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটের নিয়ম বদল

by banganews

৮ জুলাই ইংল্যান্ড ও ওয়েস্টইন্ডিজ ক্রিকেট ম্যাচ ৷ করোনা ভাইরাসের জন্য প্রায় মাস চারেক বাদে ফিরছে ক্রিকেট ৷আর পাঁচটা সিরিজের চেয়ে এই সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

করোনা শুরুর আগে অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডর মধ্যে ১৩ মার্চ ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ডে খেলার পর ক্রিকেট খেলা বন্ধ ছিল ৷ সেই ম্যাচ অস্ট্রেলিয়া ৭১ রানে জিতেছিল ৷ বাকি সিরিজ শেষ করা যায়নি ৷

করোনা পরবর্তী সময়ে ৮ জুলাই সাউদাম্পটনে প্রথম টেস্ট ম্যাচ ৷ বায়ো সিকিওর পরিবেশের মধ্যে খেলা হবে ক্রিকেট ৷ তবে এবার ক্রিকেট হবে একেবারে অন্য নিয়মে ৷ ওয়েস্টইন্ডিজ দল ২১ বার ইংল্যান্ড সফর করেছে ৷ যারমধ্যে তারা ৮ বার জিতেছে৷
বেন স্টোকস প্রথম ম্যাচ অধিনায়কত্ব করবেন ৷ ইংল্যান্ডের ১৩ জনের দল ঘোষণা হয়ে গেছে ৷ অতিরিক্ত বাউন্সি পিচ, যদি ভাল রোদ থাকে তাহলে পিচ ব্যাটসম্যানদের জন্য দারুণ ৷

আরও পড়ুন ৩৯ এ পা দিলেন ভারতের ক্যাপ্টেন কুল : জন্মদিনের শুভেচ্ছা মাহিকে

অনুশীলনের সময়েও বিশেষ নজরদারি রাখা হচ্ছে ৷ ১৪ দিন সময়ে কোয়ারেন্টাইনে থেকেছে ওয়েস্টইন্ডিজ দল ৷

নিয়মে যা যা বদল হয়েছে সেগুলো হল

• বলে কোনও থুতু লাগানো যাবে না ৷ বোলারদের চিরকালীন সিস্টেম থুতু লাগিয়ে বল শাইন করানো , এখন আর সেটা করা যাবে না ৷ যদি দীর্ঘদিনের অভ্যাসের হাত ধরে বোলাররা বলে থুতু লাগায় তাহলে দু’বার সতর্ক করবেন আম্পায়ররা ৷ আর তারপরেও যদি সেটা হয় তাহলে অতিরিক্ত ৫ রান দেওয়া হবে বিপক্ষ দলকে ৷ বলে লালা লাগানো সম্পূর্ণ বন্ধ হওয়ায় বোলারদের পারফরম্যান্সে কোনও প্রভাব পড়ে কিনা সেটাই দেখার৷
• মাঠে কোনও বল বয় থাকবে না ৷ মাঠে বাউন্ডারির ধারে যে বল বয়রা থাকে তাদের নিরাপত্তাজনিত কারণে রাখা যাবে না ৷
• রিজার্ভ ক্রিকেটার হাতে গ্লাভস পরে বল কুড়িয়ে আনবে ৷
• প্রত্যেকবার বল ছোড়ার পর আম্পায়ার বল স্যানিটাইজ করবেন ৷
• করোনা সাবস্টিটিউট থাকবে দলে ৷ কারণ ম্যাচ চলাকালীন যদি কেউ করোনা পজিটিভ হয়ে যান তাহলে তাঁর বদলি হিসেবে নতুন ক্রিকেটার দলে আসবেন ৷
• কোলাকুলি বা হাত মিলিয়ে আনন্দ উচ্ছাস প্রকাশ করা যাবে না ৷ কনুইতে কনুই ঠেকিয়ে হবে সেলিব্রেশন ৷

You may also like

Leave a Reply!