Home বিনোদন করোনা আক্রান্ত দেবের ম্যানেজার, সপরিবারে কোয়ারেন্টাইনে অভিনেতা সাংসদ

করোনা আক্রান্ত দেবের ম্যানেজার, সপরিবারে কোয়ারেন্টাইনে অভিনেতা সাংসদ

by banganews

কলকাতা, ২৫ অগাস্ট, ২০২০ঃ করোনার কোপ এবার অভিনেতা সাংসদের অন্দরমহলে। করোনা আক্রান্ত দেবের ম্যানেজার উত্তমবাবু। আজ দুপুরে সেকথা টুইট করে জানিয়েছেন অভিনেতা নিজেই। তিনি জানান “আমার ম্যানেজার উত্তম আমার পরিবারের সদস্যের মত, আজ উত্তমের করোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর কোনও উপসর্গ নেই।”

 

দেবের বাড়িতেই তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। অভিনেতা নিজে ও তাঁর পরিবারের সদস্যরা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন। দেবের টুইটের পরই তাঁর অনুগামীরা উদ্বেগ প্রকাশ করে তাঁদের প্রিয় নায়ককে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন।

You may also like

Leave a Reply!