Home বিদেশ আমেরিকায় বেলাগাম করোনা, দিশাহারা প্রশাসন

আমেরিকায় বেলাগাম করোনা, দিশাহারা প্রশাসন

by banganews

বঙ্গ নিউস, ১ নভেম্বর, ২০২০ঃ প্রেসিডেন্ট নির্বাচনের আগে অতি সঙ্কটে আমেরিকা। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বর্তমানে তা ভয়াবহ আকার ধারণ করেছে। হিসেব বলছে, আমেরিকায় প্রতি সেকেন্ডে একজনের বেশি আক্রান্ত হচ্ছে করোনায়। গত ২৪ ঘণ্টায় নতুন করে অন্তত এক লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এমন সুনামির মতো পজিটিভ রিপোর্ট নির্বাচন আবহে অত্যন্ত নেগেটিভ প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাত্র ১৫ দিনে ৮ মিলিয়ন আক্রান্ত নিয়ে আপাতত বিশ্বরেকর্ড করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন এখনও অধরা ভ্যাক্সিন, তবে করোনায় মৃত্যুর ঝুঁকি কমাচ্ছে এই অ্যান্টিবডি

আরও ভয়ের কথা, শিশুদের করোনা আমেরিকায় সবচেয়ে বেশি। ১৫ শতাংশ শিশুই সংক্রমিত। হিসেব বলছে, গত ৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আমেরিকায় মোট ৯৪,৫৫৫ টি শিশুর দেহে দেখা দিয়েছে এই সংক্রমণ।
প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র পাঁচদিন বাকি। তার মধ্যে করোনার এমন বেলাগাম প্রকোপ ঘিরে গভীর চিন্তায় ট্রাম্প প্রশাসন।

You may also like

Leave a Reply!