Home দেশ ‘ভাবিজি পাঁপড়’ এর টোটকায় বশ মানল না করোনা, আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী

‘ভাবিজি পাঁপড়’ এর টোটকায় বশ মানল না করোনা, আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী

by banganews

দিল্লি, ৮ ই অগাস্ট, ২০২০: করোনা আক্রান্ত হলেন কেন্দ্রের জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা দূষণ দূরীকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাঁকে এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন ‘ভাবিজি পাঁপড়’ খেলেই নাকি করোনা হবে না। এই পাপড়ে এমন সব উপাদান রয়েছে যা শরীরে করোনার অ্যান্টিবডি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, ওই পাঁপড়ের বিশেষ স্বাস্থ্য বিষয়ক গুণাগুণও ব্যাখ্যা করেন মেঘওয়াল। কিন্তু পাপড়ের সমস্ত রকম টোটকা মিথ্যে প্রমাণিত করে এবার তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে গেলেন। বিজেপি নেতাদের একের পর এক করোনা টোটকায় হতভম্ব দেশের মানুষ জন। কিন্তু সেইসব টোটকা ভুল প্রমাণ করে আক্রান্ত হয়ে চলেছেন একের পর এক বিজেপি নেতা।

আরও পড়ুন করোনা আক্রান্ত চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান

এইমসের পরিচালক রণদীপ গুলেরিয়ার মতে, দিল্লিতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। যদিও কেন্দ্র ও রাজ্য সরকার করোনা সংক্রমণ কমাতে কঠোর পরিশ্রম করছে।

You may also like

Leave a Reply!