Home দেশ গুজরাতে করোনা হাসপাতালে আগুন, মৃত ৫

গুজরাতে করোনা হাসপাতালে আগুন, মৃত ৫

by banganews

বঙ্গ নিউস, ২৭ নভেম্বর, ২০২০ঃ  গুজরাতের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। বৃহস্পতিবার মধ্যরাতে গুজরাতের রাজকোটে উদয় শিবানন্দ হাসপাতালে কোভিড হাসপাতালে আগুন লাগে।  এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

আরও পড়ুন বিয়ে করলেন অনির্বাণ ভট্টাচার্য

দমকল সূত্রে খবর রাত ১ টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। যদিও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ৩০ জন কে উদ্ধার করা গেলেও ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের আর পরে আরও দুজনের মৃত্যু হয়। বাকিদের অন্য কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান হাসপাতালের তিন তলায় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

You may also like

Leave a Reply!