Home স্বাস্থ্য করোনা দেহের প্রতিটি অঙ্গের ক্ষতি করতে পারে, জানাল এইমস

করোনা দেহের প্রতিটি অঙ্গের ক্ষতি করতে পারে, জানাল এইমস

by banganews

শুধুমাত্র ফুসফুসই নয়, করোনাভাইরাস দেহের প্রায় প্রতিটি অঙ্গেরই ক্ষতিসাধন করতে পারে। এক সমীক্ষার পর এমনই রিপোর্ট পেশ করেছে এইমস। দিল্লি এইমস জানাচ্ছে ক্ষতি এমনই ভয়াবহ আকার নিতে পারে ভবিষ্যতে, যে তার থেকে হৃদরোগ সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। উপসর্গ মৃদু, মাঝারি বা জটিল যেমনই হোক না কেন, তাতে ফুসফুস সংক্রমণের পাশাপাশি নিঃশব্দে শরীরের অন্য কোনও অংশের অপূরণীয় ক্ষতি করতে পারে কোভিড-১৯ ।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!