বঙ্গ নিউস, ১৬ নভেম্বর, ২০২০ঃ সুস্থ থাকাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই ভাইফোঁটার মিষ্টিতেও এবার করোনা সতর্কতা। হাওড়ার সালকিয়ার এক প্রসিদ্ধ মিষ্টান্ন প্রস্তুতকারক তৈরি করেছেন করোনা সতর্কতামূলক মিষ্টি। কোথাও লেখা থাকবে মাস্ক পরুন, তো কোথাও আবার ঘরে থাকুন সুস্থ থাকুন, এমনকি কোথাও আবার লেখা আছে সময় সময় হাত ধুয়ে ফেলুন সুস্থ থাকুন। সন্দেশের ওপর হট চকোলেট দিয়ে লেখা থাকবে করোনা সংক্রান্ত সতর্কবার্তা। করোনা আবহে সুস্থ থাকার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এই উদ্যোগ৷ ভাইদের সুস্থতা কামনার এই উৎসব পর্বে মিষ্টি মুখেই সেই বার্তা পৌঁছবে এবার ঘরে ঘরে।
আরও পড়ুন কোভিড বিধি মানছেন না হকাররা, ক্ষুব্ধ যাত্রীরাই
বিভিন্ন সাইজ ও বিভিন্ন মূল্যে পাওয়া যাবে এই বিশেষ সন্দেশ। মিষ্টি কিনতে এসে দিদি বোনেরা খুব খুশি এই মিষ্টি পেয়ে। সারাদিন বাইরে কাজে কর্মে থাকা ভাইদের কখনো অনিয়ম হয় বৈকি! মুখে বললেও সব সময় তারা শুনছে না তাই ভাইদের মিষ্টিমুখ করানোর সময় আরেকবার সতর্ক করা যাবে৷