Home Uncategorized দিল্লির ২৯% মানুষের মধ্যে করোনার অ্যান্টিবডি, প্রকাশ সিরো সমীক্ষায়

দিল্লির ২৯% মানুষের মধ্যে করোনার অ্যান্টিবডি, প্রকাশ সিরো সমীক্ষায়

by banganews

দিল্লি, ২০ অগাস্ট ২০২০: দিল্লির প্রায় এক তৃতীয়াংশ জনগোষ্ঠীর মধ্যে কোভিড -১৯ এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। রাজধানীতে দ্বিতীয় সার্জিকাল সমীক্ষা বা সেরো সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে৷

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, “দ্বিতীয় সেরো সমীক্ষায় ২৯.১ শতাংশের প্রবণতা পাওয়া গেছে।” তিনি বলেন, সর্বাধিক বিস্তৃতি ছিল দক্ষিণ-পূর্ব জেলায়।

আরও পড়ুন এবার নেপালের এলাকা দখল চিনের, সব জেনেও চুপ ওলি

“বিজ্ঞানীরা বলছেন, শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তখনই গড়ে ওঠে যখন ৪০ শতাংশ লোকের মধ্যে করোনা ভাইরাস অ্যান্টিবডি তৈরি হয়। ” জানান স্বাস্থ্যমন্ত্রী।
দিল্লিতে প্রথম সমীক্ষাটি হয় আগস্টের প্রথম সপ্তাহে। সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রথম সপ্তাহে আরও দুটি সমীক্ষা করা হবে বলে জানা গিয়েছে৷

You may also like

Leave a Reply!