Home দেশ করোনা আক্রান্ত ? জানা যাবে এক্স রে প্লেট দেখেই

করোনা আক্রান্ত ? জানা যাবে এক্স রে প্লেট দেখেই

by banganews

দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে৷ সহজে বোঝার উপায় নেই কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না৷ প্রত্যন্ত এলাকায় করোনা সংক্রমণের গতিবিধি বুঝতে মুশকিল আসান হতে পারে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-র গবেষণা। এক্স-রে প্লেট দেখেই যাতে মানবদেহে কোভিডের অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দেওয়া যায়, তেমনই এক প্রযুক্তি তারা তৈরি করেছে বলে দাবি ওই শিক্ষা প্রতিষ্ঠানের। এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বাস্থ্য দফতরের সঙ্গে গবেষণা করছে প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন্‌স বিভাগ।

আরও পড়ুন অংকে ভালো হলেই ছাড়তে পারবেন ধূমপানের নেশা! বলছে গবেষণা

 

গবেষণা প্রকল্পটির প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর হলেন আইআইইএসটি-র অধ্যাপক অঙ্কিতা প্রামাণিক। স্বাস্থ্য দফতরের তরফে বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক কৌশিক চৌধুরী, যোগীরাজ রায় এবং কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক অরুণাংশু তালুকদার সকলেই এই প্রকল্পটির সঙ্গে যুক্ত৷ অধ্যাপিকা অঙ্কিতা জানান, আরটি-পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাসের উপস্থিতি নির্ণয় সময়সাপেক্ষ। এ ক্ষেত্রে সহায়ক হতে পারে নতুন প্রযুক্তি। তিনি বলেন, ‘‘এটি এক ধরনের অ্যাপ। রোগী করোনায় আক্রান্ত কি না, এক্স-রে প্লেট দেখে বলে দেবে সেই অ্যাপই।’’

আরও পড়ুন COVID-19 সম্পর্কে WHO এর নতুন বিজ্ঞাপনে মিঃ বিন

 

কৌশিকবাবু বলেন, কোভিড-নিউমোনিয়া, কোভিড আছে কিন্তু নিউমোনিয়া নেই এবং সাধারণ এক্স-রে এর ক্ষেত্রে এই প্রযুক্তির কার্যকারিতা প্রাথমিক ভাবে দেখা হয়েছে। অরুণাংশুবাবুর কথায়, ‘‘এক্স-রে করার যন্ত্র থেকে কোভিডের অস্তিত্ব জানা যাবে, এটা ভাল ব্যাপার। তবে প্রচুর এক্স-রে প্লেট পরীক্ষার পরেই এ বিষয়ে আরও নিশ্চিত করে কিছু বলা সম্ভব।’’

You may also like

Leave a Reply!