Home দেশ শতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের দেওয়া হল ‘উগ্র হিন্দুত্ববাদী’ পত্রিকা, প্রশ্নের মুখে IRCTC

শতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের দেওয়া হল ‘উগ্র হিন্দুত্ববাদী’ পত্রিকা, প্রশ্নের মুখে IRCTC

by banganews

দেওয়ার কথা ছিল প্রথম সারির সাধারণ সংবাদপত্র। কিন্তু যাত্রীরা তার সঙ্গে পেলেন নিষিদ্ধ হয়ে যাওয়া উগ্র হিন্দুত্ববাদী পত্রিকা আর্যাবর্ত এক্সপ্রেস। যা নিয়ে বেঙ্গালুরু থেকে চেন্নাইগামী শতাব্দী এক্সপ্রেসে শুরু হয় শোরগোল । যাত্রীদের রোষের মুখে তদন্তের নির্দেশ দিয়েছে IRCTC ।

বেঙ্গালুরু-চেন্নাই শতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের সময় কাটানোর জন্য দৈনিক সংবাদপত্র দেওয়া হয়। শুক্রবার সেই দৈনিক সংবাদপত্রের সঙ্গে দেওয়া হয় বিতর্কিত ‘আর্যাবর্ত এক্সপ্রেস’ পত্রিকাও। এই পত্রিকাটি ঘোষিত হিন্দুত্ববাদী তথা মুসলিম বিরোধী। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে সেটি নিষিদ্ধও করা হয়েছে। শুক্রবার অর্থাৎ যেদিন শতাব্দী এক্সপ্রেসে এই পত্রিকাটি দেওয়া হয়েছিল, সেদিনই তাতে সম্পাদকীয়তে লেখা হয়, ‘ভারতের মুসলিম শাসনকালকে হিন্দু, শিখ, বৌদ্ধদের নরসংহারের সময়কাল’ হিসাবে চিহ্নিত করা উচিত।

উত্তরপ্রদেশে নারী ও শিশু সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন শশী পাঁজা

এই বিতর্কিত পত্রিকাটি হাতে পাওয়ার পরই ক্ষোভে ফুঁসে ওঠেন যাত্রীরা। টুইট করে IRCTC’র কাছে অভিযোগ জানান একাধিক যাত্রা। তাঁদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিষিদ্ধ পত্রিকাটি বিলি করে বিভাজনের বীজ ছড়ানোর চেষ্টা হচ্ছে। যাত্রীদের রোষের মুখে পড়ে বিবৃতি দিতে বাধ্য হয় IRCTC। তারা জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে, এই কাণ্ডের দায় সংবাদপত্র বিক্রির দায়িত্বে থাকা ফেরিওয়ালার উপর ঠেলেছে IRCTC। ঠিকাদার দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

You may also like

Leave a Reply!