Home দেশ কন্টেনমেন্ট জোনে বন্ধ বাজার, কড়া নির্দেশ কেন্দ্রের

কন্টেনমেন্ট জোনে বন্ধ বাজার, কড়া নির্দেশ কেন্দ্রের

by banganews

বঙ্গ নিউস, ১ ডিসেম্বর, ২০২০ঃ আজ থেকে নয়া কোভিড বিধি লাগু হয়েছে। দীপাবলীর পরেই বেড়েছে করোনা সংক্রমণের হার। এখনও ভ্যাকসিন আসেনি,এর উপর দৈনিক সংক্রমণ দিনে দিনে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে নতুন করে কোভিড বিধি প্রকাশ করেছে কেন্দ্র। কন্টেন্টমেন্ট জোনে বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে সব কন্টেন্টমেন্ট জোনে বাজার বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন চিকিৎসার গাফিলতিতেই কি মৃত্যু মারাদোনার? চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

বাকি জায়গায় খোলা থাকবে বাজার। এমনকি কন্টেন্টমেন্ট জোনে চলাফেরার উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নজর দেওয়া হচ্ছে মর্বিডিটি রয়েছে এমন মানুষের উপরে। কলকাতার বালিগঞ্জ, টালিগঞ্জ ও গড়িয়ার একাংশ কন্টেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ফলে এই অঞ্চলগুলিতেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে।

You may also like

Leave a Reply!