Home আবহাওয়া ঘনীভূত নিন্মচাপ, আগামী ৩ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা

ঘনীভূত নিন্মচাপ, আগামী ৩ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা

by banganews

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের নিম্মচাপের জেরে বাংলার বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা।
নিম্নচাপের জেরে আজ এবং আগামী ২ দিন বাংলার দক্ষিণে বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সমুদ্র উত্তাল, তাই যে সকল মৎস্যজীবী সমুদ্রে রয়েছেন, তাঁদের শীঘ্রই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন ফের সিলেবাসে কাটছাঁট ICSE দশম ও দ্বাদশ শ্রেণির

এবার বঙ্গোপসাগরের অভিমুখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই আবহাওয়া পরিবর্তিত হতে শুরু করে দিয়েছে। কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রবিবার সকাল থেকেই আকাশ মেঘে আচ্ছন্ন।

You may also like

Leave a Reply!