Home কলকাতা হোম আইসোলেশনে থাকা রোগীদের নিয়ে বাড়ছে উদ্বেগ, বৈঠক ডাকল স্বাস্থ্যদফতর

হোম আইসোলেশনে থাকা রোগীদের নিয়ে বাড়ছে উদ্বেগ, বৈঠক ডাকল স্বাস্থ্যদফতর

by banganews

কলকাতা, ২৮ অক্টোবর, ২০২০ঃ নিয়ম মানছেন না হোম আইসোলেশনে থাকা করোনা রোগীরা। কলকাতা পুরসভার স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী হোম আইসোলেশনে থাকা রোগীদের অনেকেই করোনা পরীক্ষা করাচ্ছে না। পরিবারের একজন আক্রান্ত হলে বাকিরা পরীক্ষা না করিয়েই আক্রান্তের প্রেসস্ক্রিপশন অনুযায়ী ওষুধ খাচ্ছে। ফলে যাদের হাই সুগার বা কিডনিজনিত কো-মর্বিডিটি আছে তাঁরা সংকটে পড়ছে। হাসপাতালে ভর্তি হলেও ফুসফুসে সংক্রমণ হওয়ায় ভেন্টিলেশনে রেখেও মৃত্যু আটকানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন পুড়ে ছাই সল্টলেকের পুজো মন্ডপ

এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত পুর প্রশাসকদের সঙ্গে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসবেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। কলকাতা, দুই ২৪ পরগণা সহ হাওড়া ও হুগলিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এই জেলাগুলির আইএমএ সভাপতি-সম্পাদক, পুর প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসবে স্বাস্থ্যভবন। আইএমএ-র রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন জানান, ‘‘হোম আইসোলেশনে থাকা রোগীদের চিকিৎসায় পারিবারিক ও পাড়ার ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকারের উদ্যোগে কোভিডে মৃত্যুহার কমাতে ইতিমধ্যেই পুরসভা, স্থানীয় জেনারেল ফিজিশিয়ান ও হাসপাতাল নিয়ে তৈরি হয়েছে ‘ত্রিভুজ’ যার প্রশিক্ষণ আগামী ৭ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে নবান্ন।

You may also like

Leave a Reply!